শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বন্যার্ত নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে বসুন্ধরা গ্রুপের ‘স্যানিটারি ন্যাপকিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারাত্মক বন্যায় দেশের ১১টি জেলা আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের মোনালিসা স্বপ্নডানা।

জানা যায়, শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য বসুন্ধরার এই ত্রাণসামগ্রী বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে বসুন্ধরা গ্রুপের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড মোনালিসার পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘সি’-এর মার্কেটিং বিভাগের হেড অব ইভেন্ট অ্যান্ড আউটডোর মো. সানাউল সিকদার বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনে এ সহযোগিতা করছি। জা বন্যাকবলিত এলাকার বেশির ভাগ দোকান বন্ধ থাকে, তাই আমরা মানুষের হাইজিনের কথা চিন্তা করে মহিলাদের জন্য, যারা এ সময় দোকানপাট থেকে কিছু কিনতে পারবেন না, তাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি।

বসুন্ধরা গ্রুপ ত্রাণসামগ্রী দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, বন্যায় আমাদের ত্রাণ ও পুনর্বাসনের বাজেট প্রায় ১০০ কোটি টাকা। এই টাকা সম্পূর্ণ মানুষের দান করা। এর মধ্যে খুব সামান্য সংখ্যক শিল্পগোষ্ঠী বাদে বাকি সব সাধারণ মানুষের অনুদান। এ ক্রান্তিকালে দেশের সব ব্যবসায়ীর এগিয়ে আসা উচিত। 

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ