শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ঝিনাইদহে আলেম-ওলামার সঙ্গে বিএনপির মতবিনিময় আর কোনো দায়িত্ব নেব না, এটাই শেষ: ধর্ম উপদেষ্টা মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী হাসপাতালে, দোয়া কামনা মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক নেতা ও অনেক আলেম-ওলামার মৃত্যুদণ্ড মিথ্যা মামলায় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাজ্যে মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার বিশেষ তহবিল হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহি জোড় ১ নভেম্বর গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ১৪৩ দিনে কোরআনের হাফেজ ৯ বছরের আরফান

আবাসিক ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হচ্ছে ‘ইংলিশে জিরো টু হিরো’ কোর্স


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার যাত্রাবাড়ীতে টানা ৩০ দিন আবাসিক ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘ইংলিশে জিরো টু হিরো কোর্স।’ কোর্সে থাকবে বেইসিক গ্রামারসহ স্পিকিং রিডিং রাইটিং ও প্রি IELTS ভার্সিটি ভর্তি ও জব পরীক্ষার ইংলিশ।

ক্লাস নিবেন S@ifur's এর প্রতিষ্ঠাতা জনাব সাইফুর রহমান খান। সাথে থাকবেন সাইফুর্সের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্সে ভর্তির জন্য করণীয়-

■ ছবি এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
■ ঘুমানোর জন্য নিজস্ব হালকা বেডিং বা স্লিপিং ব্যাগ মশারী খাবার প্লেট ও ৩০ দিন থাকার মতো প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসবেন।
■ ১২ অক্টোবর রোজ বৃহস্পতিবার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
■ ১৪ অক্টোবর রোজ শনিবার সকাল দশটার মধ্যে ভেন্যুতে উপস্থিত হয়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
■ ১৪ তারিখ হঠাৎ উপস্থিত হয়ে ট্রেনিং এ অংশগ্রহণ করার অবকাশ নেই ।

ভর্তি কার্যক্রম

■ ভর্তির শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৩ ঈসায়ী
■ কোটা পূরণ হওয়া মাত্র ভর্তি বন্ধ করে দেওয়া হবে ।
■ ক্লাস শুরু ১৪ অক্টোবর ২০২৩ ঈসায়ী। রোজ শনিবার।
■ অগ্রীম ভর্তি হওয়া অপরিহার্য।

কোর্স ফি-
১২০০০/- টাকা [একজনের জন্য]
(তিনজন একসাথে রেজিষ্ট্রেশন করলে কোর্স ফি জনপ্রতি ২০০০/- ছাড়।)

কোর্স মেটারিয়াল ও ৭টি বই ফি ১৫০০/- টাকা।

৩০ দিন ৩ বেলা মানসম্মত খানা ও আবাসন মাত্র ৫৫০০/- টাকা।

রেজিষ্ট্রেশন-
01720-691415
bkash (পার্সোনাল)

সার্বিক যোগাযোগ-
আব্দুল মাতিন স্যার
01404-432003

স্থান-
জামিআ ইসলামিয়া ঢাকা 
মজুমদার কমপ্লেক্স, কাজলা ব্রীজ সংলগ্ন, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
মোবাইল: 01776-272527

যাতায়াত: যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরা রোডে বেফাকে যেতে একটু আগে কাজলা ব্রীজ মসজিদের পাশে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ