শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়ত ও এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থিতা বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে জমিয়তে উলামায়ে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে দুজন আলেম দুই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ওয়ায়েজ ও দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। বিএনপি তাদের মিত্র দল হিসেবে যে কয়টি আসনে জমিয়তে ছাড় দিয়েছে এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিও। এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকলেও বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে এনসিপি থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে তরুণ আলেম মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে। তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা। এছাড়া তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দীন ফজলুল হক আমিনীর দৌহিত্র। জামায়াতে ইসলামীসহ ১০ দলের যে সমঝোতা হয়েছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এনসিপিকে ছাড় দেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ