শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

কত সম্পদের মালিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে হলফনামা দাখিল করেছেন তিনি। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার হাতে নগদ অর্থ রয়েছে ৮৩ লাখ ২ হাজার ৮৩৭ টাকা। কিন্তু ব্যাংকে তার কোনো টাকা নেই।

গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাস্টার্স পাস করা মামুনুল হক।

হলফনামার তথ্য অনুযায়ী, মামুনুল হকের বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত কোনো শেয়ার নেই। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে এক লাখ টাকার। দুই লাখ টাকার আসবাবপত্র রয়েছে। কোনো আগ্নেয়াস্ত্র নেই। অকৃষি জমির মূল্য ৮১ লাখ ৮৮ হাজার ৫৫৮ টাকা। তার নামে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভবন বা কৃষি জমি নেই।

মামুনুল হকের নামে ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিচারাধীন, একটি তন্তাধীন, বাকি মামলাগুলোতে তিনি প্রত্যাহার, অব্যাহতি বা খালাস পেয়েছেন।

মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর এলাকা) এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামায়াতে ইসলামীসহ ১০ দলের পক্ষ থেকে আসনটিতে একক প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে। তাঁর বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে লড়বেন ববি হাজ্জাজ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ