বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাউলের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তৌহিদী জনতাকে দোষারোপ, ঈমানি চেতনায় সরাসরি আঘাত জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব দ্বীনিয়াত কেন্দ্রীয় মুআল্লিম ও মুআল্লিমা প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর ৫৪ বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার সুযোগ কাজে লাগাতে হবে: পীর সাহেব চরমোনাই ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯ পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড এবার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ঢাকা-১৩ আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি ইবনে শাইখুল হাদিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) কোন আসন থেকে নির্বাচন করবেন সেটা নিয়ে নানা আলোচনা চলছে। তিনি নিজেই তিনটি আসনের কথা উল্লেখ করে বলেছিলেন, এর একটি বা একাধিক আসনে নির্বাচন করতে পারেন তিনি। অবশেষে ঢাকা-১৩ আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ইবনে শাইখুল হাদিস।

মাওলানা মামুনুল হকের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, অবশেষে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুর এলাকার আসন ঢাকা-১৩ থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি জামায়াতে ইসলামীসহ আট দলীয় মোর্চা থেকে নাকি বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে করবেন সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এমনকি বিএনপির সঙ্গেও আলোচনা অব্যাহত আছে। যদিও বিএনপি ইতোমধ্যে ববি হাজ্জাজকে ওই আসনে সবুজ সংকেত দিয়ে দিয়েছে।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস আট দলীয় মোর্চার সঙ্গে পাঁচ দফার আন্দোলনে রয়েছে। এই দলগুলোর মধ্যে নির্বাচনে আসন সমঝোতা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনাও শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত কোন দল কতটি আসনে ছাড় পেতে পারে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আসন বনিবনা না হলে এই মোর্চা থেকে অনেকে ছিটকেও পড়তে পারে।

মাওলানা মামুনুল হক ইতোমধ্যে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহৎ ইসলামি জোট বা মোর্চার সঙ্গে তিনি থাকতে চান। কিছু আসনে সমঝোতার চেয়ে আদর্শকে প্রাধান্য দিতে চান। স্পষ্ট করে না বললেও বিএনপি জোটে তার যাওয়া হচ্ছে না বলেই একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ভোটের আগে অনেক নাটকীয় ঘটনাও ঘটতে পারে।

হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নিজে নির্বাচন করার ব্যাপারে তেমন আগ্রহী নন। তবে দেশ জাতি ও দলের প্রয়োজন হলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এক্ষেত্রে তিনি নিজের কর্মস্থল এলাকা মোহাম্মদপুর আসন কিংবা নিজের বেড়ে ওঠার এলাকা লালবাগ এলাকা ঢাকা-৭ আসন থেকে নির্বাচন করতে পারেন। এমনকি নিজের বাবার কিছুদিনের কর্মস্থল এবং নানা বাড়ি এলাকা বাগেরহাট-১ আসন থেকেও নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ