শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

আজ পল্টনে আট দলের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে বড় সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আটটি দল।

দুপুর দুইটায় পল্টন মোড়ে আয়োজিত এই সমাবেশে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এটি মহাসমাবেশে রূপ নেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

সোমবার (১০ নভেম্বর) পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের বৈঠক পরবর্তী যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে মঙ্গলবারের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

অংশগ্রহণকারী দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা, ডেভেলপমেন্ট পার্টি ও জামায়াতে ইসলামী।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ‘পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্ব হিসেবে এই ঢাকার সমাবেশ ডাকা হয়েছে। এর মাধ্যমে দেশ, জাতি ও সরকারকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে। আশা করি, সরকার আমাদের দাবি মেনে নেবে।’

জামায়াত নেতা বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ ও তার বাস্তবায়ন প্রক্রিয়া দুটি পৃথক বিষয়। কিন্তু বিএনপি এই দুটিকে এক করে ফেলেছে। তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে, অথচ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না। এই বিভ্রান্তির কারণেই তাদের জন্য বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।’

হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, ‘আমরা আলোচনার প্রস্তাব দিয়েও বিএনপির কোনো সাড়া পাইনি। তারা আমাদের আহ্বানে সাড়া দিতে চায়নি। জনগণের ইতিবাচক মনোভাবকে সম্মান দিতে তারা ব্যর্থ হয়েছে।’

পল্টন মোড়ে সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ‘আমরা প্রশাসনকে সমাবেশের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। দুপুর দুইটা থেকে ৪টা পর্যন্ত সমাবেশ চলবে, যাতে জনদুর্ভোগ তুলনামূলক কম হয়।’

এক প্রশ্নের জবাবে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সংবিধানের কথা বলে তারা দেশ ও জাতিকে বিপদে ফেলছে। সংবিধান বড়, নাকি জনগণের অভিপ্রায় বড়—এ প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না। ২০২৬ সালের নির্বাচন পাঁচ বছর পূর্ণ না করেই হতে যাচ্ছে, এটি নিয়ে তারাই এখন দ্বিধায় রয়েছে।’

আন্দোলনরত আট দলের যৌথ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান ও অধ্যক্ষ মো. রোকনুজ্জামান, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ