শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২২ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের জামায়াতে ইসলামী ঈমানের বড় ডাকাত: হেফাজত আমির ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান ১০-২০ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়: আসিফ মাহমুদ সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ ফরিদপুরের ঐতিহ্যবাহী পুরুরা মাদ্রাসায় বার্ষিক মাহফিল ২৬ নভেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা সরকারি ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে নতুন ছুটি পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬

সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘সিলেট-১ আসনের ঘরে ঘরে খেজুরগাছের দাওয়াত পৌঁছে দিন, নগর ও সদরে জমিয়তের প্রতীক খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন’ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-১ (নগর ও সদর) আসনের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী।  

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে, সিলেট-১ আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট অঞ্চল হযরত শাহজালাল শাহপরান রহ. সহ ওলি-আউলিয়াদের এলাকা, হযরত মাদানী রহ.-এর আবাদ করা এই অঞ্চলে জমিয়তের খেজুরগাছের পক্ষে বিপ্লব সৃষ্টি করে জনগণের অধিকার আদায়ে সংসদে কথা বলার সুযোগ করে দিন। 

তিনি আরও বলেন, আমরা দেশবিরোধী ষড়যন্ত্র লক্ষ্য করছি। আমরা সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি। ঘোষিত তারিখ অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তরিক হবে ইন্টেরিম সরকার, বিপ্লবী সরকার হিসেবে আমরা এটা আশা করি।  

সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল মাহমুদুল হাসান ও বিলাল চৌধুরীর পরিচালনায় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সিলেটের প্রবীণ মুরব্বি ও রাজনীতিবিদদের সমন্বয়ে এবং তাদের পরামর্শে সকল দুর্যোগ কেটে উঠতে পারবো, সকল উৎসবে আমি আমার জনগণের পাশে থাকবো। 

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, জেলা উত্তর সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, খায়রুল আমিন, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা মুহিবুর রহমান, আলহাজ্ব শফি উদ্দিন আহমদ, সিলেট জেলা উত্তর সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, দক্ষিণ সাধারণ সম্পাদক মুশতাক আহমদ, সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,শালিস ব্যক্তিত্ব সেলিম আহমদ চৌধুরী, মাওলানা ইব্রাহিম সালুটিকরি, কবির আহমদ, ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন, কাওছার আহমদ, জামিল আহমদ, আবু হানিফ, আবু তালহা তোফায়েল, মাহমুদুল হাসান, মারুফ হাসান, জুবায়ের আহমদ, ইমাম উদ্দিন, দিলদার হোসাইন, জিয়া উদ্দিন প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ