বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মাওঃ আব্দুল আউয়ালের গণসংযোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, 
খুলনা প্রতিনিধি 

খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভা করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ৪নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে যশোর মোড়, সালামের মোড়, আসাদের মোড়, মোল্লাপাড়া, পাখির মোড়, দেয়ানা উত্তরপাড়া, মোড়লপাড়া, মুকুলভান্ডার, হাসপাতাল মোড় এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি ও খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, দৌলতপুর থানার সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানার ইসলামী আন্দোলনের উপদেষ্টা আলহাজ্ব বিএম তরিকুল ইসলাম, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সুজন মোড়ল, মুন্না মোড়ল, তামিম মোল্লা, মোস্তফা মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ