রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

ভারতে বিতর্কিত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর এর নেতৃবৃন্দ বলেছেন,আমাদের পার্শবর্তী দেশ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার কর্তৃক সংখ্যালুঘু মুসলিম বিরোধী বিতর্কিত কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। এ আইনের মাধ্যমে মুসলমানদের আল্লাহর নামে দানকৃত সকল সম্পত্তি অন্যায়ভাবে বলপ্রয়োগে জবরদখল করার পাঁয়তারা করছে বিজেপি সরকার! 

গতকাল (১৮ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে সিলেট মহানগর যুব জমিয়তের বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে নেতৃবৃন্দ বলেন, ভারতে হিন্দু মুসলিম  সাম্প্রদায়িক সম্পৃতি ধ্বংস করার পরিকল্পিত উসকানি দেয়া হচ্ছে  স্বয়ং সরকারের পক্ষ থেকেই। এসব অযৌক্তিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের রক্ত, ঘাম আর ত্যাগের অবদান ভূলে যারা বাড়াবাড়ি ও অন্যায় আচরণ  করছে তারা উপনিবেশিক  ইংরেজ সাম্রাজ্যবাদের উপমহাদেশীয় দোসর ছাড়া আর কিছু নয়। ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার নৈতিক অধিকার ইতোমধ্যেই তারা হারিয়ে ফেলেছে। 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান,মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা নেজাম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী মুখতার আহমদ,মহানগর যুব জমিয়তের  সহ সভাপতি মাওলানা আফজাল হুসাইন খান,সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরেশী,মাওলানা এমাদ উদ্দিন সালিম,মাওলানা আব্দুর রব, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান,প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী,সহ অর্থ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম বশির আলী মাওলানা শাহিদ হাতিম প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ