রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

আগামী রমজানের আগে নির্বাচনের দাবি জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার নির্বাচন নিয়ে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান।   

বুধবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কথা জানিয়েছেন।

এর আগে দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী।

একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান জামায়াত আমির।

এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের ফলাফলে সন্তুষ্ট নয় দলটি। 

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তারা সুনির্দিষ্ট তারিখ না পেয়ে হতাশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সরকারকে সতর্ক করেছে বিএনপি। 

তবে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, কোনো মতেই ২০২৬ সালের জুন পার হবে না। এর আগেই নির্বাচন হবে। ভোট নিয়ে অযথা কালক্ষেপণের চেষ্টা তারা করবেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ