শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

নির্বাচনী সম্ভাবনা কাজে লাগাতে ইসলামি দলগুলোর করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ

আলেম-উলামাভিত্তিক ইসলামি রাজনৈতিক দলগুলোর একটি ভালো নির্বাচনী সম্ভাবনার সময় যাচ্ছে এ মুহূর্তে। এ সুযোগ কাজে লাগানোর সম্ভাব্য চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। সংস্কার, বিচার, ইন্তেরিমের মেয়াদ বৃদ্ধি-যাই চলুক নির্বাচনের প্রস্তুতিটাই এখন দলগুলোর সামনে, এমনকি সরকারের গাড়িও শিগগির নির্বাচনের রাস্তায় উঠে যাবে বলে মনে হচ্ছে।

লক্ষণীয় ব্যাপার হলো, বিএনপি, এনসিপি, জামায়াত; প্রায় প্রতিটি দলের জনপ্রিয়তা ও সম্ভাবনা গত কয়েক মাসে কমেছে, ভিন্ন ভিন্ন কারণে। এ অবস্থাটা সামনের মাসগুলোতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ সময়টাতে ইসলামি আন্দোলনসহ অপরাপর দলগুলো জোট করে ৩৫/৪০টি আসন টার্গেট করে কাজ শুরু করতে পারে। এবং প্রাথমিক এই জোট নিয়ে বড়/আলোচিত কোনো দল বা প্লাটফর্মের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে।

তবে, হেফাজতে ইসলামকে, হেফাজতের নাম ব্যানার ইমেজ ও প্রেশারকে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতায় দর কষাকষির উপলক্ষ হিসেবে ব্যবহার করার চেষ্টা করাটা ভুল হবে। দলীয় রাজনীতিমুক্ত প্লাটফর্ম হেফাজতের নেতৃত্বে থাকা নির্বাচনমুখি রাজনৈতিক নেতারা এ কথাটা মাথায় রাখলে ভালো করবেন। এ জায়গাটায় ভুল করলে নেতারা নির্বাচনের আগেই ভেতরে-বাইরে জটিল বিতর্কে পড়বেন। এবং অরাজনৈতিক সার্বজনীন দীনি প্লাটফরমটির অস্বাভাবিক ও দুর্ভাগ্যজনক সমাপ্তি ঘটবে। এতে জটিলতা আরও বাড়বে।

নির্বাচনের সমঝোতা ও বারগেইনিংয়ের জন্য নিজ নিজ দল ও জোটকে সামনে রাখাটাই বুদ্ধির কাজ হবে। অবশ্য ইসলামি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ক্যাম্পেইন, বক্তব্য, আচরণে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। থাকা দরকার তাদের শর্ট ও লং ম্যানিফেস্টো, অঞ্চল ও বিশ্ব সম্পর্ক ক্ষেত্রে জুতসই পলিসি, ইসলাম ও আধুনিকতার মুখোমুখি ইস্যুর আলোচিত প্রসঙ্গ নিয়ে ভালো বোঝাপড়া, অর্থ বাজার বিনিয়োগ সংখ্যালঘু, নারীসহ কিছু ইস্যুর ক্ষেত্রে কিছু বাড়তি স্পষ্টতা এবং মৌলিকভাবে দীনি রাষ্ট্রনীতি এবং সিস্টেমের মধ্যেও আলেম-ইসলামি মানুষদের দেশসেবার আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য উপস্থাপন।

এবং এ জাতীয় আরও কিছু কিছু বিশেষ নির্বাচনী পলিসি ও কৌশল। নির্বাচনী প্রস্তুতি, জোট, আসন সমঝোতা ইত্যাদি প্রয়াসের মধ্য দিয়ে টার্গেট করা ৪০ জনের ভেতর থেকে যোগ্য ও ভালো ইমেজের ১০ জন বের হয়ে এলে সেটাও সুন্দর ব্যাপার হবে এবং অনেক কাজের সম্ভাবনা তৈরি করবে। লেখক: কলামিস্ট, সাংবাদিক ও চিন্তক

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ