শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে : বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, আরও সুদৃঢ় হবে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। খেলাফত মজলিস এক সময় বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। পরবর্তীতে ২০২১ সালের ১ অক্টোবর তৎকালীন সরকারের চাপে বেরিয়ে যায়।

সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে, তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার, এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের নেতা আমিনুল ইসলাম ফিরোজ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ