শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি: মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, আওয়ামী লীগ যে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের পরিবেশ সৃষ্টি করেছিল। বিএনপি বর্তমানে একই পথে হাঁটছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের জুলুমের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও কাঙ্খিত মুক্তি অর্জন হতে পারে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর'২৪) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জেলা সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ হোসাইন এর সঞ্চালনায় ভূইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এ টু জেড স্কুল মাঠে আয়োজিত 'জেলা সম্মেলন ২০২৫' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস কলুষিত করেছে ক্ষমতাসীনরা। চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণের সেঞ্চুরি, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফাহাদ হত্যাসহ এমন কোন অপরাধ নেই দেশের ছাত্র সংগঠনগুলো করেনি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক চরিত্র উন্নয়ন করে আত্মশুদ্ধ নেতৃত্ব তৈরীর কাজ করছে। ব্যক্তিগণের মাধ্যমে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে অগ্রসরানের ভূমিকা রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি দায়িত্বশীলকে।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, জুলাই অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীলরা সম্মুখে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বৈষম্যমুক্ত দেশ ও শিক্ষাঙ্গন এখনো আমরা পাইনি। আগামীতে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় যোগ্য ও আদর্শিক নেতৃত্ব বেছে নিতে হবে। পরীক্ষিত সন্ত্রাসীদের আর সুযোগ দেয়া যাবে না।

সম্মেলন শেষে ইসলামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ২০২৪ সেশনের জেলা কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ