শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মুসলিম বিশ্বে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান কোথায়? পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন

ভারতের হিংস্র থাবা থেকে দেশকে বাঁচাতে হবে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ভারতের হিংস্র থাবা থেকে দেশকে বাঁচাতে হবে। সেইসাথে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের প্রতি সকলকে উদ্ধুুদ্ধ করতে হবে। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে’ লড়াই করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, সরকারের শীর্ষ নেতারা কথা কথায় ভারতের প্রসঙ্গ টেনে বলছেন, ভারত আমাদের পাশে না থাকলে নির্বাচন করতে পারতাম না। এভাবে ভারত বন্দনা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। ভারতের আধিপত্য ও সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ এ দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে ইফতার মাহফিল ও কোরআন শিক্ষায় বাধা ও হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবৈধ একদলীয় নির্বাচনে ভারতের হস্তক্ষেপ, সীমান্তে লাগাতার বাংলাদেশিদের হত্যা, বাংলাদেশের ওপর ভারতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) বরিশালের চরমোনাই মাদরাসায় অনুষ্ঠিত বিশেষ তালিম তারবিয়াতের ১৩তম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় পীর সাহেব চরমোনাই ছাড়াও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মাদরাসার শিক্ষকগণ এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম অংশ নেন।

মুফতী রেজাউল করীম পীর সাহেব বলেন, রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। এই রমজান কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষার ক্লাসে নিষেধাজ্ঞা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ