শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

দ্বিমুখী শিক্ষাধারা ও আমার কিছু ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মহিউদ্দীন ফারুকী||

মাদরাসার কাজ মাদরাসা করবে, স্কুলের কাজ স্কুল করবে। পাশাপাশি দুটোর মাঝেই সমন্বয়ের জন্য ফরজে আইন স্তরের কিছু পড়াশোনা থাকবে। মাদরাসায়  থাকবে প্রয়োজনীয় জেনারেল শিক্ষা। স্কুলে থাকবে প্রয়োজনীয় ইসলাম শিক্ষা। এই সমন্বয়টা ৮০/২০ থিওরিতে চলবে। প্রত্যেকেই প্রত্যেকের কাজে যত্নবান হবে। যার যার অঙ্গনে তারা নিজেদের ভূমিকা রাখবে শক্তিশালীভাবে।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজের সব শ্রেণির মানুষ সব দোষ মাদরাসাতেই দেখে। মাদরাসায় রোবটিক পড়াশোনা নেই। তারা মিসাইল বানাতে পারে না। সেখান থেকে কোনো ডাক্তার হয় না? ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কেন মাদরাসা থেকে বের হয় না?

বিভিন্ন দেশের সুন্নতি ড্রেস গায়ে স্কুলের কাউকে এমনকিছু করতে দেখলেই আমাদের মাদরাসাপড়ুয়া তরুণরাও আক্ষেপ করতে শুরু করে। মাদরাসা শিক্ষার দুর্বলতা নিয়ে কথা বলতে থাকে। বিষয়টি বড় আশ্চর্যের!

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাদরাসা সিলেবাসে বিরাট উন্নতি ও পরিবর্তন প্রয়োজন। কাঠামো ও ব্যবস্থাপনাগত পরিবর্তন, পরিমার্জন প্রয়োজন। আধুনিক অনেক বিষয়ে জরুরি পাঠের আয়োজন থাকা প্রয়োজন। কিন্তু তাই বলে স্কুলের ফলাফল মাদরাসা থেকে চাই না। মাদরাসার ফলাফল স্কুল থেকে চাই না।

আমার প্রত্যাশা মাদরাসার ছেলেরা ভালো ফকিহ হোক। মানসম্মত মুহাদ্দিস হোক। দক্ষ ভাষাবিদ হোক। সচেতন দাঈ হোক। কিন্তু আমি চাই না তারা ইসলামিক পড়াশোনার পাশাপাশি হালকা পাতলা জেনারেল পড়ে হাতুড়ে ডাক্তার আর হাতুড়ে ইঞ্জিনিয়ার হোক। বিজ্ঞানের প্রাথমিক পাঠ দিয়েই তারা আইনস্টাইন সাজুক।

অন্যদিকে আমার প্রত্যাশা স্কুল কলেজের ছেলেরা ভালো ডাক্তার হোক। দক্ষ ইঞ্জিনিয়ার হোক। অভিজ্ঞ বিজ্ঞানী হোক। পাশাপাশি তারা সুন্নতি পোশাক, দীনের মৌলিক জ্ঞান এবং জীবনের প্রতিটি ধাপে দীন পালন করুক। কিন্তু চাই না একটু দীনি পড়া পড়েই তারা পোশাক আশাক গায়ে জড়িয়ে ইসলামিক স্কলার সাজুক। আমি চাই না একটু আধটু আরবি পড়েই তারা গভীর বিষয়ে মতামত দিক। কোনোরকম হালকা জানাশোনা দিয়েই বিরাট স্কলারের বেশ ধরুক।

চাওয়ার প্রথম অংশটি বাস্তবায়িত হলে আমরা সমাজের সবাই উপকৃত হবো। কিন্তু দ্বিতীয় অংশটি বাস্তবায়িত হতে গেলেই তা হবে সবার জন্য বিরাট খাতরার কারণ। দেশ ও জাতির জন্য তা হবে ধ্বংসাত্মক।

প্রতিটি শিক্ষাব্যবস্থা তার অঙ্গনের চাহিদা যথাযথ পূরণ করলেই সেটি হবে সঠিক শিক্ষাব্যবস্থা। মানসম্মত শিক্ষাব্যবস্থা।

লেখক: মাদরাসা পরিচালক, আরবি ভাষাবিদ ও চিন্তক আলেম

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ