শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মানবরচিত আইনই লুটপাট ও শোষণের হাতিয়ার: হাবিবুল্লাহ মিয়াজী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও বিশিষ্ট বুজুর্গ হজরত হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমতস্বরূপ, ভবিষ্যতে আর কখনো আমাদের দেশে যেন কোনো স্বৈরশাসক মাথা গজিয়ে না উঠতে পারে, সে দিকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। মানব রচিত আইনই হচ্ছে লুটপাট ও শোষণের হাতিয়ার। তাই মানব রচিত আইনের পরিবর্তে আমাদের কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের খলিফা পট্টিতে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. শাহীন আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মাওলানা আব্দুল মালেক এওয়াজপুরী, সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী, মাওলানা আহমদ উল্লাহ ওসমানী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল মালেক, মুফতী আব্দুল হান্নান, মাওলানা আবুল বাশার, মাওলানা নুর নবী, মাওলানা হাবীবুল্লাহ তাহেরী, মুফতী নাইম আল হাসান ও মাওলানা হেমায়েত উল্লাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, হাফেজ্জী হুজুর রহ.-এর রেখে যাওয়া নীতি আদর্শ অনুসরণে ইসলামি রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান খান তালুকদার বলেন, ইসলামি রাজনীতিতে খেলাফত আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক সকল জালিমদের বিরুদ্ধে খেলাফত আন্দোলন সর্বাগ্রে রাজপথে ঝাঁপিয়ে পড়ে।

সম্মেলনে মাওলানা আব্দুর রহমান খান তালুকদারকে আমির ও মাওলানা সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ