শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সোশ্যাল মিডিয়ার আদব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। শায়খ আতীক উল্লাহ।।

১. সোশ্যাল মিডিয়া ব্যবহারের আগে নিজের উদ্দেশ্য ঠিক করে নেব। আমি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এটা যেন আমার কাছে পরিষ্কার থাকে।

২. সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক উদ্দেশে ব্যবহার করব। নেতিবাচক কাজে ব্যবহার করব না।

৩. ইউটিউব, ফেসবুক, এক্স, ওয়াটসঅ্যাপ ইত্যাদিতে নিজের নামে আইডি হোক বা ফেইক হোক, শরিয়তবিরোধী কিছু করব না। দেশ, জাতি ও সমাজের ক্ষতিকর কিছু করব না। কোনো কথা প্রচার করব না। এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়াব না।

৪. যাকেতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাব না। একদম অপরিচিত কাউকে ফ্রেন্ডলিস্টে স্থান দেব না। ফেক আইডির সাথে মেসেজ চালাচালির ক্ষেত্রে সতর্ক থাকব।

৫. গাইরে মাহরামকে ফ্রেন্ডলিস্টে স্থান দেব না। সন্দেহজনক কাউকে ফ্রেন্ডলিস্টে রাখব না। শরিয়তবিরোধী, দেশ ও জাতির শত্রুকে ফ্রেন্ডলিস্টে রাখব না। হিংসা-বিদ্বেষ, অশ্লীলতা ছড়ানো ব্যক্তিকে ফ্রেন্ডলিস্টে রাখব না। এমন ব্যক্তিকে ব্লক করে দেব।

৬. সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকব।

৭. অন্যের প্রাইভেসির দিকে লক্ষ্য রাখব। কারো গোপন কথা, তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেব না। ভিউ, লাইক, শেয়ার কামানোর জন্য অমানুষ হয়ে যাবো না।

৮. কারো কমেন্টবক্সে গিয়ে ঝগড়া শুরু করে দেব না। নিজের কমেন্টবক্সেও ঝগড়া করব না। কারো কোনো কথা ভালো না লাগলে এড়িয়ে যাবো। শরিয়তবিরোধী কিছু হলে শালীন, যৌক্তিক ভাষায় প্রতিবাদ করব।

৯. ব্যক্তিগত আইডি হ্যাক হয়ে গেলে, সাথে সাথে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বিষয়টি প্রচার করে দেব। যাতে আমার হ্যাকড আইডি ব্যবহার করে হ্যাকার অন্য কারো ক্ষতি করতে না পারে। আমার আইডি থেকে অপ্রীতিকর কিছু প্রচারিত হলেও পরিচিতজনরা সতর্ক থাকতে পারবে।

১০. উপকারী চ্যানেল, গ্রুপ, পেজের সাথে যুক্ত থাকব। শুধু সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াতে আসব না।

১১. সোশ্যাল মিডিয়াতে শুধু নির্ভরযোগ্য আলেমের ওয়াজ-নসিহত শুনব। নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করব। বাতিল দল, ভ্রান্ত আকীদার লোকদের এড়িয়ে চল। তাদের সাথে তর্কে জড়াব না।

১২. নির্ভরযোগ্য আলিমের বক্তব্য, পোস্ট শেয়ার করব। বিতর্কিত ব্যক্তির কথা, লেখা শেয়ার করব না।

১৩. যথাসম্ভব বৈধ সফটওয়্যার, অ্যাপ ব্যবহার করব। অনুমতিবিহীন সফট্যওয়ারগুলো কিনে ব্যবহার করার চেষ্টা করব।

১৪. সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করার মূলনীতিগুলো জেনে নেব। অভিজ্ঞ মুফতি সাহেবের সাথে কথা মাসালা জেনে নেব। নাজায়েজ কাজ থেকে বিরত থাকব।

লেখক: বিশিষ্ট দাঈ, আলেম লেখক ও চিন্তক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ