বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

মোদির পোস্টকে সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছেন হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এই দিনে মুক্তি লাভ করে বাংলাদেশ। সেই থেকে প্রতিবছর এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে বাংলাদেশ। এবার সেই বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেই নিজেদের দাবি করেছে ভারত। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বিজয় দিবসের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস দাবি করে দেশটির সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু তার সেই পোস্টের কোথায় নেই বাংলাদেশের অস্তিত্ব। যা নিয়েই সামাজিক যোগাযোগামাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন হাসনাত। তার মতে, মোদির এই পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

মোদির সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।’

হাসনাত মোদির এই পোস্ট নিয়ে আরও লিখেন, ‘যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।’

মোদির এমন দাবির পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতার পক্ষে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন হাসনাত। তিনি আরও লিখেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ