বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

যত ষড়যন্ত্রই করা হোক, বাংলাদেশের জনগণ প্রতিহত করবে: আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই এবং আগষ্টে যারা শহীদ হয়েছেন তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবেন ততোদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নাগরিক কমিটির পক্ষ থেকে  ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, একাত্তরে যারা বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেন বাংলাদেশকে গড়তে পারতেন তেমন পেশাজীবী, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবীদের এই সময়টাতে হত্যা করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন আমরা এমন একটা বছরে আছি দুই হাজার তরুণ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পেছনে মোটিভ ছিল বৈষম্যবিরোধী যে স্লোগান, সমতার যে স্লোগান বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্পিড সেটাকে যেন দাবিয়ে রাখা যায়। এই প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা হত্যাযজ্ঞ সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠে তাদেরকে। সেই জায়গা থেকে ২৪ এর ১৪ ডিসেম্বর আমাদের আরও বেশি গুরুত্ব বহন করে। আমরা মনে করি আমাদের একটা দীর্ঘ লড়াই আছে। বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছে যারা গোটা ১৫টা বছর ধরে এই ফ্যসিবাদের শাসন আমলকে বৈধতা দিয়ে গেছে। আজকের বুদ্ধিজীবী দিবসে আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।

বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে তার থেকে মুক্ত করার যে বুদ্ধিদীপ্ত লড়াই আছে সেই লড়াইয়ে বাংলাদেশের তরুণরা নিয়োজিত হয়েছে। আমরা স্লোগান তুলেছি মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ জায়গার মধ্য থেকে বের করে এনে এটাতে একটা গণযুদ্ধ ছিল সেই জায়গায় তরুণরা দাড়িয়ে আছেন। জুলাই এবং আগষ্টে যারা শহীদ হয়েছেন তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবেন ততোদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ