শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ফজরের সুন্নতের পর কাজা নামাজ পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের ওপর ফরজ ইবাদত। মানুষ যেখানেই থাকুক না কেন সময়মতো নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, “নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।” (সুরা নিসা, আয়াত : ১০৩)

অতএব, কোনো ওজর বা কারণ ছাড়া নামাজ বিলম্ব করা জায়েজ নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সময়মতো নামাজ আদায় না করে, তবে সে গুনাহগার হবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৯৬)

তবে ভুলে যাওয়া, অনিবার্য কারণ বা বৈধ ওজরের কারণে কোনো নামাজ ছুটে গেলে পরে তা আদায় করতে হয়। এই নামাজকে কাজা নামাজ বলা হয়। ফরজ বা ওয়াজিব নামাজ কাজা করা আবশ্যক, কিন্তু সুন্নত বা নফল নামাজ কাজা করার বিধান নেই।

নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো সময় কাজা নামাজ আদায় করা যায়। সাধারণভাবে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া মাকরূহ। কিন্তু এ সময় কাজা নামাজ আদায় করা যাবে। (সহিহ মুসলিম, হাদিস : ৭২৩; কিতাবুল আছল ১/১২৬)

তবে ফজরের দুই রাকাত সুন্নতের বিশেষ মর্যাদা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) ঘরে বা সফরে যেকোনো অবস্থায়ই এ নামাজ পড়তেন।

উম্মুল মুমিনিন হাফসা (রা.) বর্ণনা করেছেন, “মুয়াজ্জিন ফজরের আজান দিলে এবং ফজরের ওয়াক্ত শুরু হলে, রাসুল (সা.) ফরজ নামাজের আগে দুই রাকাত সংক্ষিপ্ত সুন্নত পড়তেন।” (বুখারি, হাদিস : ৬০১)

আরেক হাদিসে আয়েশা (রা.) বলেন, “রাসুলুল্লাহ (সা.) ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোনো নফল নামাজের প্রতি এতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না।” (বুখারি, হাদিস : ১১৬৩)

ফজরের ওয়াক্তে দুই রাকাত সুন্নতের পর অতিরিক্ত নফল নামাজ পড়া মাকরূহ হলেও, কাজা নামাজ আদায় করা বৈধ ও অনুমোদিত। তাই যাদের কোনো ফরজ নামাজ ছুটে গেছে, তারা চাইলে ফজরের সুন্নতের পর তা আদায় করতে পারবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ