মুফতি অকিল উদ্দিন যশোরী
প্রশ্ন- ইলেকট্রিক ব্যাটে মশা বসলে জীবন্ত জ্বালিয়ে দেয়, এটা দ্বারা মশা মারা বৈধ হবে কি?
উত্তর- শরীয়তে দৃষ্টিতে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ । বর্তমান সময়ে মশা মারতে যে ইলেকট্রিক ব্যাট ব্যবহৃত হয়, তাতে ইলেকট্রিক শকে মশা মারা যায় । এতে নিয়ম তান্ত্রিক আগুন হয় না, যাতে মশা জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় । একারণে মশা ইত্যাদির কষ্ট থেকে বাঁচার জন্য ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা বৈধ হবে ।
لكن جواز التحريق والتغريق مقيد كما في شرح السير بما إذا لم يتمكنوا من الظفر بهم بدون ذلك، بلا مشقة عظيمة فإن تمكنوا بدونها فلا يجوز".
رد المحتار ٧/ ٢٠٦ كتاب الجهاد، مطلب في أن الكفار مخاطبون ندبا. دار المعرفة بيروت، لبنان. الطبعة الثالثة: ١٤٣٢ھ- ٢٠١١م
রদ্দুল মুহতার ৭/২০৬
আরএইচ/