মুফতি যুবাইর মাহমুদ রাহমানি
প্রশ্ন : সাজদায়ে সাহুর মূল পদ্ধতি কী? একভাই বলেছেন, তাশাহহুদ, দুরুদ, দুআয়ে মাসুরা সবকিছু পড়ে তারপর সাজদায়ে সাহু করতে হবে। আসলে বিষয়টা কী? খোলাসা করে বললে খুবই উপকৃত হতাম।
উত্তর : ইমাম আজম আবু হানিফা রহ.-এর মতে সাজদায়ে সাহুর হাকিকত হচ্ছে, তাশাহহুদ, দুরুদ শরিফ এবং দুআয়ে মাসুরা পড়ে ডানদিকে এক সালাম ফেরাবে। অতঃপর সাহুর (ভুলের) জন্যে দুটি সাজদা করবে। তারপর শুধু তাশাহহুদ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
উল্লেখ্য, আমরা জামাতের নামাজে যে শুধু তাশাহহুদ পড়ে একদিকে সালাম ফিরাই। তারপর সাহু সাজদা করি। অতঃপর তাশাহহুদ, দুরুদ এবং দুআয়ে মাসুরা পড়ে নামাজ শেষ করি— এটি আসলে মূলত তরিকা নয়। এ পদ্ধতিটি শুধু জামাতের নামাজে গ্রহণ করা হয়েছে, মাসবুককে এ কথা বোঝানোর জন্য যে, এটি হচ্ছে ইমার্জেন্সি সালাম। সুতরাং দাঁড়ানোর জন্য তাড়াহুড়ো করা যাবে না। অন্যথায় আসল পদ্ধতি উপরেরটিই। একাকী নামাজে সাহু সাজদা সেভাবেই করা উচিত। সুত্র: তুহফাতুল আলমায়ি ২/২১৯
এমএইচ/