শনিবার, ০৯ আগস্ট ২০২৫ ।। ২৫ শ্রাবণ ১৪৩২ ।। ১৫ সফর ১৪৪৭

শিরোনাম :
বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৩২৫ জন ভর্তি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে আগামীর মসজিদ কমিটি: ধর্ম উপদেষ্টা স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্যে জাতিকে বিভক্ত করা যাবে না : সালাহউদ্দিন বাচ্চারা উল্টো জুতা পরতে পছন্দ করে কেন?  ৫ আগস্টে জাতি দম ফিরে পেয়েছে: তারেক রহমান সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততা: জিএমপি কমিশনার দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু আলেম লেখকদের প্রকাশনা প্রতিষ্ঠানের হালচাল

সেবা পাওয়ার বেশি অধিকার মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল, সদাচার পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অগ্রগণ্য? তিনি বলেন, তোমার মা।

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। 

তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার মা। তিনি বলেন, তারপর কে? রাসুল (সা.) বলেন, তোমার পিতা। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭১)

সবসময় মায়ের সঙ্গে সদাচারের নির্দেশ

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে বললো, আপনি আমাকে কী আদেশ করেন? রাসুল (সা.) বলেন, ‘তুমি তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি পুনরায় একথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচারণ করবে।’ ওই ব্যক্তি চতুর্থবার একই কথা বললে রাসুল (সা.) বলেন, ‘তোমার মায়ের সঙ্গে সদাচার করবে।’ সে পঞ্চমবার জিজ্ঞেস করলে রাসুল (সা.) বলেন, ‘তোমার পিতার সঙ্গে সদাচারণ করবে।’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৫)

এছাড়াও কুরআনে আল্লাহ বলেছেন, “আমি মানুষকে তার পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি।”(সূরা লুকমান, আয়াত: ১৪)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ