শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘সারা বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মরণীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী বলেছেন, সুনামগঞ্জসহ পুরো বাংলাদেশে উলামায়ে দেওবন্দের ভূমিকা অবিস্মণীয়। বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সিপাহসালার হোসাইন আহমদ মাদানী রহ.-এর মাধ্যমে এদেশের মানুষ সঠিক ঈমান ও ইসলাম পেয়েছে। সেই বীর সিপাহসালারদের অন্যতম একজন ছিলেন শায়খ আকবর আলী রহ.। তাঁর রেখে যাওয়া স্মৃতি সংরক্ষণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন উলামায়ে কেরামকে জনগণের খেদমতে সুচিন্তিতভাবে এগিয়ে আসতে হবে।

শনিবার (২৬ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আল্লামা শায়খ আকবর আলী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বেলা ২টায় শান্তিগঞ্জ ঝিলমিল অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা মাহবুব সালমান ও হাফিজ আবু সাইদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইকবাল বিন হাশিম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয়নেতা ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও মাওলানা হাফিজ আব্দুল গফফার।

মোনাজাত পরিচালনা করেন জাউয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহান। আমন্ত্রিত অতিথি মাওলানা আব্দুল হান্নান গনেশপুরী, মাওলানা ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া, মাওলানা ঈসকন্দর আলী পার্বতীপুরী, মাওলানা ঈসহাক আলী জয়কলসী, মাওলানা বশির আহমদ গনিগঞ্জী, মাওলানা শামসুল ইসলাম ভুইগাও।

বক্তব্য দেন মাওলানা হাফিজ আব্দুল গফফার, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা নুরুল মুত্তাকিন, মাওলানা ইমদাদুল্লাহ পার্বতীপুর, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আতিকুল হক প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ