শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ফজরের নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হতে থাকেন। সকাল ৭টার আগেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে মূল সমাবেশস্থল। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।

সমাবেশ উপলক্ষে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। তারা দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।

ঢাকার বাইরে থেকে আগতদের জন্য নির্ধারিত তিনটি পয়েন্ট দিয়ে সমাবেশস্থলে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং দাবিগুলো শান্তিপূর্ণভাবে উপস্থাপন সম্ভব হয়।

সমাবেশের আগে বাইতুল মোকাররম এলাকায় মিছিল ও গণসংযোগ করেছে হেফাজতের কর্মীরা। তারা ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে দেশের ধর্মপ্রাণ জনতাকে কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মহাসমাবেশ ঘিরে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় থাকবে প্রশাসন।

হেফাজত নেতারা আশা করছেন, এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ জনগণের চিন্তা-চেতনা সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছে দিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ