শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


হজযাত্রীদের জন্য ১২টি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

এক. অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে দুই রাকাত নফল নামাজ ঘরে আদায় করুন। শুকরিয়া আদায় করুন  যে, আল্লাহ তায়ালা আপনাকে এমন  মোবারক সফরের তাওফিক দিয়েছেন। দোয়া করুন, তিনি যেন আপনার সফর সহজ করে দেন এবং আপনার হজ কবুল করে নেন।

দুই. পরিবার-পরিজন থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে যাত্রা করুন এবং তাদের জন্য দোয়া করুন এবং সবার কাছে দোয়া চান।

তিন. সব গুনাহ থেকে তওবা করুন। কারো  কোনো হক বা পাওনা থাকলে তা পরিশোধ করুন।

চার . কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা  চেয়ে নিন।

পাঁচ. হজের যাত্রা শুরু হওয়ার পর থেকে জামায়াতে নামাজ আদায় করবেন। সাথী বা অন্য করো সাথে ঝগড়া-বিবাদ করবেন না। আপনার ব্যবহারে কেউ যেন কখনো কষ্ট না পায় সে দিকে লক্ষ রাখবেন। পাপ হয় এমন কথা বলবেন না। সঙ্গীদের মধ্যে  কোনো আলেম থাকলে তার সাথে ওঠাবসা করুন এবং ইলমে দীন শিখে নিন। বিশেষ করে হজে যা আপনার প্রয়োজন তা শিখে নিন।

ছয়. হজ ক্যাম্পে যত দিন অবস্থান করবেন, আপনার মালপত্র  খেয়াল রাখবেন।

সাত. বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে নিন।

আট.   জেনে নিন আপনার গন্তব্য ঢাকা  থেকে মক্কায়, নাকি মদিনায়। যদি মদিনায় হয় তাহলে এখন ইহরাম বাঁধা নয়; যখন মদিনা থেকে মক্কায় যাবেন, তখন ইহরাম বাঁধতে হবে।  বেশির ভাগ হজযাত্রী আগে মক্কা যান। যদি মক্কা যেতে হয় তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগে ইহরাম বাঁধা ভালো।

নয়. বিমান উড্ডয়নের সময় অনুযায়ী বিমানবন্দরে পৌঁছান। আপনার নাম-ঠিকানা লেখা ব্যাগ বা সুটকেসে কোনো পচনশীল খাবার রাখবেন না। প্রয়োজনীয় জিনিসপত্র আগেই গুছিয়ে নিন। বিমানবন্দরে লাগেজে যে মাল দেবেন, তা ঠিকমতো বাঁধা হয়েছে কি না দেখে নেবেন।

দশ. মনে রাখবেন, বিমানের কাউন্টারে মাল  রেখে টোকেন দিলে তা যত্ম করে রাখবেন। কারণ জেদ্দা বিমানবন্দরে ওই টোকেন  দেখালে সেই ব্যাগ আপনাকে ফেরত দেবে।

এগারো. বাংলাদেশ সরকারের দেয়া পরিচয়পত্র, বিমানের টিকিট, টিকা দেয়ার কার্ড, অন্য কাগজপত্র, টাকা, বিমানে পড়ার জন্য ধর্মীয় বই ইত্যাদি গলায় ঝুলানোর ব্যাগে যাতে করে রাখুন।
বারো. সময়মতো বিমানে উঠে নির্ধারিত আসনে বসুন।
 

লেখক : আলেম, প্রাবন্ধিক ও কলেজ শিক্ষকে

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ