শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সাদপন্থী নেতা উসামা ইসলাম ‘আল-মারকাজুল ইসলামী’র ইফতা বিভাগের ছাত্র নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাদপন্থী নেতা মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর প্রাতিষ্ঠানিক ছাত্র নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর নায়েবে মুফতী রুহুল আমিন নান্দাইলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আল-মারকাজুল ইসলামী’র দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে বিজ্ঞপ্তিটির সত্যতা নিশ্চিত করেছে আওয়ার ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ এর দায়িত্বশীলগণ বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে, বাংলাদেশের সাদিয়ানীদের গুরু মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা নিজেকে আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই.) এর ইফতা বিভাগের ফাযেল বলে দাবি করে থাকে। তার এ দাবি সঠিক নয়। বাস্তবতা হচ্ছে, ১৪২৫-২৬ হিজরী / ২০০৪-২০০৫ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার পর সে ভর্তি হতে আসে। যদ্বরুণ তাকে ভর্তি করা হয়নি। পরবর্তীতে মুফতী শহিদুল ইসলাম (রাহ.)-এর সুপারিশক্রমে তাকে সামা'আতের সুযোগ দেয়া হয়। এজন্য ভর্তি রেজিষ্টারে তার নাম নেই। সে সামা'আতের ক্ষেত্রেও ছিল চরম গাফেল। আবাসিক ছিলো না। একদিন আসলে তিন দিন আসতো না।’

এতে আরো বলা হয়, ‘সুতরাং উসামা বিন ওয়াসিফ কর্তৃক আল-মারকাজুল ইসলামী -এর ইফতা বিভাগের ফাযিল হওয়ার দাবি কর্তৃপক্ষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। আশা করি উক্ত ঘোষণার পর সে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকবে। সাথে সাথে তার দ্বারা কেউ প্রতারিত হবেন না।’

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ