শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

সাদপন্থী নেতা উসামা ইসলাম ‘আল-মারকাজুল ইসলামী’র ইফতা বিভাগের ছাত্র নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাদপন্থী নেতা মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর প্রাতিষ্ঠানিক ছাত্র নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দারুল ইফতা ওয়াল ইরশাদ-এর নায়েবে মুফতী রুহুল আমিন নান্দাইলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আল-মারকাজুল ইসলামী’র দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে বিজ্ঞপ্তিটির সত্যতা নিশ্চিত করেছে আওয়ার ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আল-মারকাজুল ইসলামী (এ এম আই) কর্তৃক পরিচালিত দারুল ইফতা ওয়াল ইরশাদ এর দায়িত্বশীলগণ বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে, বাংলাদেশের সাদিয়ানীদের গুরু মুহাম্মাদ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা নিজেকে আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই.) এর ইফতা বিভাগের ফাযেল বলে দাবি করে থাকে। তার এ দাবি সঠিক নয়। বাস্তবতা হচ্ছে, ১৪২৫-২৬ হিজরী / ২০০৪-২০০৫ ঈসায়ী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে যাওয়ার পর সে ভর্তি হতে আসে। যদ্বরুণ তাকে ভর্তি করা হয়নি। পরবর্তীতে মুফতী শহিদুল ইসলাম (রাহ.)-এর সুপারিশক্রমে তাকে সামা'আতের সুযোগ দেয়া হয়। এজন্য ভর্তি রেজিষ্টারে তার নাম নেই। সে সামা'আতের ক্ষেত্রেও ছিল চরম গাফেল। আবাসিক ছিলো না। একদিন আসলে তিন দিন আসতো না।’

এতে আরো বলা হয়, ‘সুতরাং উসামা বিন ওয়াসিফ কর্তৃক আল-মারকাজুল ইসলামী -এর ইফতা বিভাগের ফাযিল হওয়ার দাবি কর্তৃপক্ষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। আশা করি উক্ত ঘোষণার পর সে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকবে। সাথে সাথে তার দ্বারা কেউ প্রতারিত হবেন না।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ