শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

আগামীর নেতৃত্ব কোরআনের পাখিদের হোক- আশা ডিআইজি আলমগীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

কোরআনের পাখিদের মধ্য থেকে আগামী নেতৃত্বের আশা প্রকাশ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন। বলেন, কোরআনের পাখিদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

শুক্রবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ২৪ জন কৃতি হাফেজ শিক্ষার্থীকে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। ‘স্কুল অব দা হলি কুরআন’ বগুড়ার আয়োজনে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় তাদের পাগড়ি ও হিজাব পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ সভাপতিত্ব করেন।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন আরো বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এখানে ২৪ জন কোরআনের বাহককে সংবর্ধনা দেয়া হয়েছে। বর্তমান প্রজন্মকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে স্কুল অব দা হলি কোরআনের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেখানে ন্যাশনাল কারিকুলামের সাথে কোরআন-হাদিসের জ্ঞান দেওয়া হয়।

‘স্কুল অব দা হলি কোরআন’-এর চেয়ারম্যান নাহিদুজ্জামান নিশাদ বলেন, পবিত্র কোরআনের পাখিদের উৎসাহ দেওয়া এবং তাদের বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- কারবালা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা কাজী ফজলুল করীম রাজু, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রিন্সিপাল শাইখ মোহাম্মাদ মোস্তফা আল মাদানী, ভাইস-প্রিন্সিপাল আল আরাফাত হোসাইন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ