শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


নবদম্পতির কল্যাণ কামনায় যে দোয়া পড়তেন নবী সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিবাহের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এ সময় বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল সা. নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন।


তা হলো-

بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।

অর্থ : আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।

হাদিস : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ সা. উল্লিখিত দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। (আবু দাউদ, হাদিস : ২১৩০)

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ