শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন ভৃত্য অ্যান্তোনিও গুতেরেসের আমলে তলানিতে গিয়ে ঠেকেছে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার দোসরদের হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগও উঠেছে সংস্থাটি নামে।

এবার ইসরাইলের হয়ে গুপ্তচরগিরি করায় ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। চলতি সপ্তাহেই ১৫ জন বিদেশি সহ জাতিসংঘের ২০ জন কর্মীকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

ইসরাইল-হামাস লড়াইয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে হুথিরা। শুধু তাই নয়, গত দু’বছরে হামাস-ইসরাইল সঙ্ঘাতের সময়ে একাধিকবার লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার দোসরদের জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইসরাইলের মাটিতেও আক্রমণ চালিয়েছে। সেই হামলার বদলা নিতে ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছিল ইসরাইলি সেনা। গত অগস্টে ইসরাইলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।

দীর্ঘদিন ধরেই হুথি বিদ্রোহীরা আভিযোগ জানাচ্ছিল, বিভিন্ন কার্যক্রমের আড়ালে আসলে ইয়েমেনে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন জাতিসংঘের কর্মকর্তারা। গোপনে তথ্য সংগ্রহ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে তুলে দিচ্ছেন। আর সেই তথ্যের ভিত্তিতেই ইয়েমেনে হামলা চালিয়ে চলেছে ইসরাইলি সেনা।

শুক্রবার (২৪ অক্টোবর) হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ যদিও সেই সংখ্যা কত তা তিনি জানাতে রাজি হননি। জাতিসংঘের কর্মীদের আটকের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সউদী আরব।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ