রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

সৌদিকে পশ্চিমতীরে বৈঠক করতে দেবে না ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের পশ্চিমতীরে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে নেতৃত্ব দেবে সৌদি আরব। তবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলটিতে সৌদির নেতৃত্বাধীন বৈঠকটি হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) রাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য জানান।

রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিমতীরের রামাল্লায় ‘ঐতিহাসিক’ বৈঠকটি হওয়ার কথা আছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দিতেন।

দখলদার ইসরায়েলের ওই কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের’ কাজে ব্যবহার করবেন। যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা এ বৈঠক হতে দেবেন না।

পশ্চিমতীর যেহেতু ইসরায়েলের দখলদারিত্বে রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে।

একটি সূত্র জানিয়েছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিমতীরে রোববার আসেন, তাহলে সেখানে এটি ১৯৬৭ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল। এখন ইসরায়েলি বাধার কারণে সৌদির মন্ত্রী পশ্চিমতীরে ঢুকতে পারবেন কি না এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সূত্রটি আরও জানিয়েছেন, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা আছে।

গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় এই বৈঠকে বাধা প্রধান করা হবে।

আরব মন্ত্রীদের পশ্চিমতীরে প্রবেশ করতে না দিলে ইসরায়েলের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক আরও খারাপ হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েলৎ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ