বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

যুক্তরাষ্ট্রে প্রতি ৯৮ সেকেন্ডে কেউ না কেউ যৌন হেনস্থার শিকার, রেহাই পাচ্ছে না পুরুষরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আমেরিকা। অনেকেই বলেন, সব-পেয়েছির দেশ। সেই দেশেই যৌন হেনস্থার তথ্য শুনলে চমকে উঠবেন। নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, প্রতি ৯৮ সেকেন্ডে আমেরিকায় কেউ না কেউ যৌন হেনস্থার শিকার হন। গড়ে ৩ জন মহিলার কমপক্ষে একজন নিকট কারও হাতে যৌন হিংস্রা, ধর্ষণের শিকার হয়েছেন। পুরুষদের থেকে মহিলাদের উপর যৌন নির্যাতনের হার অনেকটাই বেশি। তথ্য বলছে, ধর্ষণ কিংবা যৌন হেনস্থার শিকার যাঁরা হয়েছেন, তাদের মধ্যে ৯১ শতাংশ মহিলা। আর ৯ শতাংশ পুরুষ।

অপরিচিতদের থেকে বেশি ‘হিংস্র’ পরিচিতরা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, অপরিচিতদের থেকে পরিচিতদের হাতেই বেশি যৌন হেনস্থা, ধর্ষণের শিকার হয়েছেন মহিলারা। তথ্য বলছে, ধর্ষণের শিকার হওয়া মহিলাদের প্রায় অর্ধেক পরিচিত এবং নিকটাত্মীয়ের হাতে ধর্ষিত হয়েছেন। ধর্ষণের শিকার হওয়া প্রতি ১০ জনের মধ্যে ৮ জন ধর্ষককে চেনেন।

ধর্ষিত মহিলাদের মনের অবস্থা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, ধর্ষণের শিকার হওয়ার ৯ মাস পর পোস্ট-ট্রমাটিক স্ট্রেট ডিসঅর্ডার(পিটিএসডি) লক্ষণ দেখা দিয়েছে ৩০ শতাংশ মহিলার। আবার ধর্ষণের শিকার হওয়া ৩৩ শতাংশ মহিলা আত্মহত্যার কথা চিন্তা করেন। আর ১৩ শতাংশ মহিলা আত্মহত্যার চেষ্টা করেন।

যৌন হেনস্থার শিকার পুরুষরা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, প্রায় প্রতি ৬৬ জন পুরুষের মধ্যে ১ জন জীবনে অন্তত একবার ধর্ষণের শিকার হয়েছেন কিংবা তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আর ধর্ষণের শিকার হওয়ার পুরুষদের ৯৩ শতাংশ ক্ষেত্রে অপরাধীও একজন পুরুষ। যৌন হেনস্থার শিকার হওয়া পুরুষদের মাত্র ১৫ শতাংশ পুলিশে অভিযোগ জানিয়েছেন। যৌন হেনস্থার হাত থেকে ছাড় পায়নি শিশুরাও। ২০১৬ সালে ৫৭ হাজার ৩০০ শিশু যৌন হেনস্থার শিকার হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ