সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

গাজা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা হামাসাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান

গাজা যুদ্ধ সম্পর্কে ইসরাইলি প্রচারণা নাকচ করে প্রকৃত সত্য প্রকাশ করার জন্য গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হামাসকে গণমাধ্যমের প্রচারণার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে।

হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে ২৪তম ‘ইরান মিডিও এক্সপো’র উদ্বেধনী অধিবেশনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের সশস্ত্র লড়াইয়ের চেয়ে গণমাধ্যমের ভূমিকা কোনো অংশে কম নয়। ঠিক একারণেই ইসরাইলি সেনারা গাজার প্রকৃত খবরাখবর প্রকাশ ঠেকাতে প্রায় দেড়শ’ সাংবাদিককে হত্যা করেছে। ওসামা হামদান বলেন, গাজা যুদ্ধে গণমাধ্যম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হামাসের এই নেতা বলেন, আজ প্রতিরোধ অক্ষের অবদান ও আত্মত্যাগের খবর প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যম সামনে এগিয়ে এসেছে। হামদান সুস্পষ্ট করে বলেন, আল-আকসা তুফান অভিযানে গণমাধ্যম যে সফলতা দেখিয়েছে তা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধ শুরু হওয়ার ১৪০ দিন পর আজ গাজার প্রতিরোধ ফ্রন্ট মিত্রদের কল্পনার চেয়েও অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ আগ্রাসনের মোকাবিলায় অটল-অবিচল রয়েছে এবং গাজার ভবিষ্যত নির্ধারণ করার ক্ষেত্রে প্রতিরোধ ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ