শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

গাজা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা হামাসাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান

গাজা যুদ্ধ সম্পর্কে ইসরাইলি প্রচারণা নাকচ করে প্রকৃত সত্য প্রকাশ করার জন্য গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হামাসকে গণমাধ্যমের প্রচারণার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে।

হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে ২৪তম ‘ইরান মিডিও এক্সপো’র উদ্বেধনী অধিবেশনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের সশস্ত্র লড়াইয়ের চেয়ে গণমাধ্যমের ভূমিকা কোনো অংশে কম নয়। ঠিক একারণেই ইসরাইলি সেনারা গাজার প্রকৃত খবরাখবর প্রকাশ ঠেকাতে প্রায় দেড়শ’ সাংবাদিককে হত্যা করেছে। ওসামা হামদান বলেন, গাজা যুদ্ধে গণমাধ্যম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হামাসের এই নেতা বলেন, আজ প্রতিরোধ অক্ষের অবদান ও আত্মত্যাগের খবর প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যম সামনে এগিয়ে এসেছে। হামদান সুস্পষ্ট করে বলেন, আল-আকসা তুফান অভিযানে গণমাধ্যম যে সফলতা দেখিয়েছে তা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধ শুরু হওয়ার ১৪০ দিন পর আজ গাজার প্রতিরোধ ফ্রন্ট মিত্রদের কল্পনার চেয়েও অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ আগ্রাসনের মোকাবিলায় অটল-অবিচল রয়েছে এবং গাজার ভবিষ্যত নির্ধারণ করার ক্ষেত্রে প্রতিরোধ ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ