শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘গাজার গণহত্যা তাকিয়ে তাকিয়ে দেখছি, আমরা কেমন মুসলমান!’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্চ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্চটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা এসময় ‘ফ্রম দ্যা রিভার টু দা সি, প্যালেস্টানি উইল বি ফ্রি, নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রবাল নামে এক শিক্ষার্থী বলেন, এত মানুষ প্রতিদিন ফিলিস্তিনে মারা যাচ্ছে, অথচ আমরা চুপ করে বসে আছি। এখন পর্যন্ত মাত্র এক-চতুর্থাংশ মানুষ সেখানে বেঁচে আছে। এমন গণহত্যা চলতে থাকলে ফিলিস্তিন একসময় মানুষ ছাড়া একটি বধ্যভূমিতে পরিণত হবে। 

আমরা দেখতে পেয়েছি স্পেনসহ আরও ৪৪টি দেশ থেকে আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের জন্য ত্রাণ পাঠিয়েছে। এর আগেও ত্রাণ পাঠানো হলেও আমেরিকা-ইসরায়েল সেই শিপগুলো (জাহাজ) ফিলিস্তিনে ঢুকতে বাধা দেয়। এই নেতানিয়াহু বর্তমান যুগের হিটলার। 

মেহেদী নামে এক শিক্ষার্থী বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি স্পেনের মাদ্রিদ থেকে ত্রাণবাহী জাহাজ পাঠানো হচ্ছে আর আমরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। এমভাবে দেখছি মনে হয় আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না, কিন্তু আমরা চাইলে সবাই মিলে তাদের জন্য সাহায্যে পাঠাতে পারি। আমাদের মধ্যে কোরআনের আয়াতগুলোর কোনো শিক্ষা নেই। যদি থাকতো তাহলে আমরা আমাদের নির্যাতিত ভাইদের পাশে দাঁড়াতাম। আমরা গাজার গণহত্যা তাকিয়ে তাকিয়ে দেখতাম না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ