বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে

আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি এবং কিতাব বিভাগের পরীক্ষা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।

বোর্ডটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ১৪৪৪/৪৫ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনে হিফযুল কুরআন-এর পরীক্ষা এবং ২২ ফেব্রুয়ারি থেকে ৮ দিনে কিতাব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিফয বিভাগে ১৬৯৬ জন ছাত্র/ছাত্রী, এবং কিতাব বিভাগের ফযিলত (স্নাতক) স্তরে ২২০২ জন, সানা. উলয়া (উচ্চ মাধ্যমিক) স্তরে ২৬১৫ জন, সানা. আম্মাহ (মাধ্যমিক) স্তরে ১১৬৬ জন, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) স্তরে ৩০৪৭ জন, ইবতেদায়ি (প্রাথমিক) স্তরে ৬০৮৫ জন এবং নূরানী স্তরে ৬৬৬৭ জন, সকল স্তরে সর্বমোট ২৩২৬৯ জন ছাত্র/ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৪৭ টি কেন্দ্রে ৭২১ জন নেগরান দায়িত্ব পালন করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ