বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৭ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে খেলাফত মজলিস আল খলীল কুরআন শিক্ষাবোর্ড হবিগঞ্জ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত ‘অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে’ মিজানুর রহমান আজহারি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোল্লারা নাই কেন? গাজার জলসীমায় প্রবেশ করল ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি কৌশলে বোকা বানালেন ট্রাম্প, ক্ষুব্ধ মুসলিম নেতারা

টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ আরও ২১ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে টানা দুই দিনে উদ্ধার করা হলো ২৯ জনকে। সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের এসব আস্তানায় বন্দি করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড ও নৌবাহিনী এই অভিযানে অংশগ্রহণ করে।

তিনি জানান, তারা জানতে পারেন সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বেশ কিছু মানুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া ঘাটের কাছে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে নামে। অভিযানকালে বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হকের দাবি, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বুধবারও যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাচারকারীদের পাহাড়ি আস্তানা থেকে ৭ জন রোহিঙ্গা নারী ও এক শিশুকে উদ্ধার করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ