বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৭ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পাহাড়ে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে খেলাফত মজলিস আল খলীল কুরআন শিক্ষাবোর্ড হবিগঞ্জ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত ‘অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে’ মিজানুর রহমান আজহারি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে টেকনাফের পাহাড়ি বন্দিশালা থেকে আবারো ২১ জন উদ্ধার নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোল্লারা নাই কেন? গাজার জলসীমায় প্রবেশ করল ফ্লোটিলার জাহাজ, পথে আরও ২৩টি কৌশলে বোকা বানালেন ট্রাম্প, ক্ষুব্ধ মুসলিম নেতারা

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে নড়াইল শহরের রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, মাছিমদিয়া, বাহিরডাঙ্গা, মহিষখোলা, নড়াইল চৌরাস্তা, রঘুনাথপুর, ভাটিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্মসম্পাদক হুমায়ুন সিকদার, ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল পৌর মেয়র প্রার্থী মুফতি কামরুল ইসলাম আনসারী, রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শিশির বৈরাগী, কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক দীপক বোসসহ অনেকে।

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সম্প্রীতির দিক থেকে নড়াইল জেলা অন্যতম। এখানে হিন্দু-মুসলিম যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করেন। এরই অংশ হিসেবে পূজামন্ডপগুলোতে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা যেসব মন্ডপে গিয়েছি, পূজা উদযাপন পর্যদের নেতৃবৃন্দ আমাদের সাদরে গ্রহণ করেছেন। পীরসাহেব চরমোনাইর নির্দেশনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নড়াইলসহ সারাদেশে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ