বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরকে দাওয়াতি মাস ঘোষণা করেছে।
বুধবার (১ অক্টোবর) বিকাল চারটায় রাজধানীর পুরানা পল্টনে আল্লামা খতীবে আজম রহ. মিলনায়তনে সংগঠনের আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি দাওয়াতি মাসের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, পল্টন জোনের আমির মাওলানা এহতেশামুল হক সাখী, তেজগাঁও জোনের আমির মাওলানা আশরাফুল আলম, কেন্দ্রীয় সদস্য মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, তেজগাঁও জোনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, মাওলানা সালাহউদ্দিন ও মাওলানা আমিনুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরে নেজামে আল্লামা সরওয়ার কামাল আজিজি বলেন, বিশ্ব মানবতার মুক্তির শ্বাশত পয়গাম একমাত্র ইসলামের যথার্থ অনুকরণেই নিহিত। মানবরচিত সকল মতবাদ ভ্রান্ত, বিপর্যস্ত। গোটা পৃথিবীতে মানুষের মাঝে যে সীমাহীন দুঃখ কষ্ট অস্থিরতা তৈরি হচ্ছে তা থেকে বাঁচতে এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের শ্বাশত চিরায়ত শান্তির পয়গাম বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।
সংগঠন এর মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সকল নেতাকর্মীকে দাওয়াতি মাসের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে দেশের সর্বত্র বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আহবান পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ঐতিহ্যবাহী এই রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে সমৃদ্ধ ও সুসংহত করে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দাওয়াতি মাস উপলক্ষে পোস্টারিং, দেয়াল লিখন, লিফলেট বিতরণ, গণসংযোগ, সাংগঠনিক সভা সমাবেশ এবং দাওয়াতি তৎপরতা চালানোর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
আরএইচ/