শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার চাঁচড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার চাঁচড়া মাঠপাড়া এলাকার সাগর হোসেনের স্ত্রী। এই দম্পতির ৭ বছরের ছেলে আরাব হোসেন ও ৪ বছরের রাজিয়া খাতুন নামে দুটি সন্তান রয়েছে।

স্বজনরা জানায়, বুধবার দুপুরে বৈদ্যুতিক মটরের পানিতে চাল ধুঁতে যান গৃহবধু শারমিন আক্তার। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধু শারমিন আক্তারের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।\

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ