রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

সুনামগঞ্জে বাস-সিএনজির ভয়াবহ সংঘর্ষ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির বেহাল অবস্থা

সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।

নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরোজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)। তারা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।

গুরুতর আহত সিএনজিচালক জনিক মিয়া (২৬), যাত্রী আলী আকবর (৩০) ও আমির আলীকে (৩৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ইশবপুর সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত উরস মাহফিল থেকে সিএনজিযোগে পাঁচ যুবক নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) এর সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ