শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশ্বজয়ী ও কৃতি হাফেজদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর শেষ দরস তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হওয়ায় জমিয়তের অভিনন্দন ও শুভেচ্ছা মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর

ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া হত্যা মামলায় এবার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বলেন, মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। এ পর্যায়ে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাথারী গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।

ওই ঘটনায় নিহতের ভাই  সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া থেকে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ