বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

ঝালকাঠিতে উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| এইচ এম জহিরুল ইসলাম মারুফ ||

ঝালকাঠিতে  উলামায়ে কেরামের তত্বাবধানে  "উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ১২ সদস্য বিশিষ্ট প্রাথমিক শূরা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯শে আগস্ট) রাজাপুর থানার গালুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় ওলামায়ে কেরামগণের জরুরি এক বৈঠকের মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

জানা য়ায়, বর্তমান সমাজ নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই ওলামায়ে কেরামগণের এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দল মত নির্বিশেষে সকল উলামা-ত্বলাবা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকল মানুষের সেবায় নিয়জিত থাকবে এবং  অচিরেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উপস্থিত ওলামায়ে কেরামগনের পরামর্শক্রমে প্রাথমিকভাবে ১২ সদস্য বিশিষ্ট শূরা কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুঈনুদ্দিন , মুফতী আবদুল খালেক, মুফতী আব্দুর রাকিব, মাওলানা নাসিরউদ্দিন জাফরী, মুফতী আবু আহমাদ তাওহীদ, হা. মুফতী জাকারিয়া খান, হা.মুফতী আফজাল মল্লিক, হা.মাওলানা মর্তুজা তানভীর, মুফতী আতাউল্লাহ , মুফতী জামিল আহমাদ এবং মুফতী শাহাদাত হুসাইনকে শূরা সদস্য নিযুক্ত করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ