বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

মহেশপুর উপজেলা ইমাম পরিষদের মতবিনিময় সভা ও পৌর কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মতবিনিময় সভায় আলোচনা করছেন মহেশপুর উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ-ছবি: সংগৃহীত

মহেশপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত পৌরসভাধীন ইমামগণের সাথে মতবিনিময় সভা ও পৌর কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১০জুলাই) বিকেল ৩টায় উপজেলার ক্যাফে মদিনা সেমিনার হলে পবিত্র কুরআন তেলাওয়াত ও না'তে রাসুল সা. এর মাধমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিন্নুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আব্দুল আলীম মাযহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি নাজির আহমাদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইমাম-খতিবগণ হচ্ছে দেশ-জাতির কর্ণধার, এলাকা ও সমাজের মুখপাত্র। জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই হলো ইমামগণের প্রধান কাজ।

বক্তারা আরও বলেন, প্রত্যেকটা মসজিদের ইমামগণের কর্তব্য হলো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবা, বিপদে-আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন; কোটাবিরোধী আন্দোলন; কী ভাবছে ইসলামি ছাত্র সংগঠনগুলো

সভায় আলোচনা করেন- জমিদারপাড়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাও. শেখ আসআদ, মাও. সারোয়ার হোসাইন, মহেশপুর কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুশ শুকুর, উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাও. তাফাজ্জল হুসাইন ও মাওলানা আবু দাউদ, সাংগঠক-শিক্ষাবিদ মাওলানা হুমায়ুন কবীর, মুফতি মাসউদুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

আরও পড়ুন; হারাম উপার্জন থেকে দান করলে কি সওয়াব হয় ?

সভা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মুফতি শোয়াইব আহমদকে সভাপতি,  মাওলানা মোস্তফা কামালকে সেক্রেটারি,  মুফতি আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পৌর কমিটি গঠন করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ