বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাঁপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় ড্রাম ট্রাকের চাঁপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবকের নাম নিশাত শিকদার ২৫)। 

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় ভাঙ্গা পৌর সদরের হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশাদ শিকদার উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করছিল।

তখন ক্রস করার সময় খালি ড্রাম ট্রাকের সামনে চাঁপা পড়লে নিশাদের মাথার উপর চাকা গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন তার একমাত্র ছেলের মৃত্যুতে তিনি পাগল প্রায় অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আনাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিং এর নিচে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ