শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান

ইসলামভিত্তিক শীর্ষ নিউজ পোর্টাল আওয়ার ইসলাম কার্যালয়ে এসেছেন আন্তর্জাতিক মানবিক সংস্থা আল-ইনাআহ ওয়েলফেয়ারের চেয়ারম্যান ইংল্যান্ডের ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ জাকারিয়া মুহাম্মাদ ও পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর রামপুরা-চৌধুরীপাড়ায় অবস্থিত আওয়ার ইসলাম কার্যালয়ে তাঁরা আগমন করেন।

এসময় আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব-এর সঙ্গে মতবিনিময় করেন এবং 'ইসলামিক মূল্যবোধ ও বিশ্বব্যাপী মানবিক কার্যক্রমে মিডিয়ার ভূমিকা কেমন হওয়া উচিত’ সে বিষয়ে আলোচনা করেন।

আওয়ার ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামিক মিডিয়ার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে তিনি উৎসাহ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন আলেম লেখক সাংবাদিক আবদুল্লাহ তামিম।

এর আগে গতকাল শায়েখ জাকারিয়া মুহাম্মাদ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিনও। সফরের অংশ হিসেবে তাঁরা বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম পরিদর্শন করছেন এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন।

শায়েখ জাকারিয়া মুহাম্মাদ দক্ষিণ আফ্রিকার দারুল উলূম জাকারিয়া থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি ইংল্যান্ডের লেস্টারে অবস্থিত মসজিদে মুহাম্মাদ-এর প্রতিষ্ঠাতা, ইমাম ও খতিব। পাশাপাশি, তিনি আল-ইনাআহ হিউম্যানিটি ওয়েলফেয়ার-এর সিইও হিসেবে বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

তার নেতৃত্বে আল-ইনাআহ ওয়েলফেয়ার বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বুলগেরিয়া, ভারত, আফ্রিকা ও তুরস্ক-সহ বিভিন্ন দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। বিশেষ করে গাজার জনগণের সহায়তায় তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ পর্যন্ত বহু ট্রাক খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং নগদ সহায়তা বিতরণ করা হয়েছে, যা নিপীড়িত ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ