শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

বাংলাদেশে এসেছেন আল্লামা সৈয়দ আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন আযাদী আন্দোলনের মহানায়ক শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ.-এর পৌত্র আল্লামা সৈয়দ আজহার মাদানী।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকায় পৌঁছেন।

তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নতুনবাগ জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা গোলাম রাব্বানী কাসেমী, সালেহ আহমেদ আজম এবং আলহাজ্ব এমদাদুল হক প্রমুখ।

আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম

তিনি জানান, আল্লামা সৈয়দ আজহার মাদানী বেলা ১টার ফ্লাইটে এসেছেন। ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন দুপুর ৩টায়। এখন (এ রিপোর্ট লেখার সময়) তিনি পল্টনে আছেন।

এসময় হজরতের সফরসূচি বিষয়ে মাওলানা ইকরাম জানান, আল্লামা সৈয়দ আজহার মাদানী আজ বাদ মাগরিব নারায়ণগঞ্জ তাবলীগ মারকাযে বয়ান করবেন।

আগামীকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় দনিয়া কলেজ মাঠে আল বিলদান ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান করবেন ইনশাআল্লাহ।

আগামীকাল বাদ এশা জামিয়া আরাবিয়্যা দারুল উলূম নতুনবাগ এর দস্তারবন্দী মাহফিলে বয়ান করবেন।

আগামী পরশু শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গফরগাঁও খানকাহে মাদানিয়ার বার্ষিক ইসলাহী জলসার শেষদিন বয়ান করবেন।

রবিবার ১৬ ফেব্রুয়ারি বাদ জোহর জামিয়া মাদানিয়া শরীয়তিয়া বাহাদুরপুরে এবং বাদ আসর শিবচর জামিয়াতুস সুন্নাহ-এ সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষে বর্ণী কলেজ ময়দান, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এর ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন ইনশাআল্লাহ।

১৭ ফেব্রুয়ারি সোমবার সকালের ফ্লাইটে দিল্লি ফিরে যাবেন বলে জানান মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। 

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ