শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

আন্দোলনে যাত্রাবাড়ীর মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে বই লিখলেন কওমি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বই ও লেখক

|| হাসান আল মাহমুদ ||

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে যাত্রাবাড়ীর মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে বই লিখেছেন কওমি তরুণ মুনতাসির বিল্লাহ। বইটির নাম ‘জুলাই বিপ্লবের দিনলিপি’।

বইটি অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কেন্দ্রবিন্দু। বইমেলায় কেন্দ্রবিন্দুর ৫৩৮-৫৪০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

বইটির লেখক মুনতাসির বিল্লাহ ২০১৮ সালে রাজধানীর ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পাশ করেছেন। পেশাগত জীবনে তিনি একজন লেখক ও কেন্দ্রবিন্দু প্রকাশনীর সম্পাদনা বিভাগে কাজ করছেন।

বইটি লেখার পটভূমি সম্পর্কে লেখক আওয়ার ইসলামকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলাম। যার কারণে আমি খুব ভালোভাবেই আন্দোলন দেখি। ৫ আগস্ট যাত্রাবাড়ীর প্রতিরোধ আন্দোলনে ছিলাম প্রথম সারিতে। এক পর্যায়ে যাত্রাবাড়ী থানা পুলিশের কবলে পড়ে যাই আমরা। সেখান থেকে আল্লাহর অপার কৃপায় বেঁচে ফিরি। কিন্তু যেসব দৃশ্য আমি অবলোকন করি, সেসব আমাকে আজো পীড়া দেয়। সেসবের আখ্যান নিয়ে প্রতিদিনের লেখাই হচ্ছে ‘জুলাই বিপ্লবের দিনলিপি’।

আন্দোলনের ভয়াবহতা নিয়ে লেখক উল্লেখ করেন, ৫ই আগস্ট ছিল ভয়াবহ দিন। চরিদিকি গুলি-গ্রেনেডের আওয়াজ। টিয়ারশেলের বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। এর মধ্যে দিয়ে মুখে মাস্ক পরে সম্মুখসারীর যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছি আমরা পাঞ্জাবি গায়ে, দাড়ি-টুপি পরা লোকেরা। পুলিশের ছররা গুলি আর টিয়ার শেলের তীব্রতায় কখনো পিছিয়ে আসতে বাধ্য হচ্ছি আবার কখনো সামনে এগিয়ে যাচ্ছি। ফেরার সময় কাঁধে করে নিয়ে আসছি আহত কোনো রক্তাক্ত যোদ্ধাকে।

তিনি বলেন, এই বইয়ে যাত্রাবাড়ীর আন্দোলনের ভয়াবহ চিত্র তুলে এনেছি। তেমনি সহযোদ্ধাদের সাথে বিপ্লবের দিনগুলোতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, যা কোনো ক্যামেরায় উঠে আসেনি, সেসব ইতিহাসের অজানা অধ্যায়ও পাওয়া যাবে বইটিতে।  

সেই বিপ্লবের দিনগুলোতে দেখা চিত্রগুলো সম্পর্কে লেখক জানান, পাশে লাশ রেখে ভাইয়ের জন্য ভাইয়ের কান্না, সন্ধ্যা হয়ে গেলেও আন্দোলন থেকে সন্তান ফিরে না আসায় মায়ের কান্না, চোখের সামনে গুলিবিদ্ধ হতে দেখেছি কতজনকে, ফ্যাসিস্ট বাহিনীর আন্দোলনকারীদের লক্ষ্য করে পাখির মতো গুলি করা দেখেছি, গুলিবিদ্ধ লাশ দেখেছি, হাত রক্তাক্ত করেছেন শহিদ আর আহদের লাশে, নিজেও হয়েছি আহত, আবার কখনো হাসপাতালে দৌঁড়িয়েছি আহত যোদ্ধাদের নিয়ে। সেসব চিত্রও তুলে এনেছি বইটিতে।  

লেখক মুনতাসির বলেন, জুলাই বিপ্লবের দিনলিপি এক জীবন্ত থ্রিলার। যেখানে নেই কোনো কাল্পনিককতা। পাঠক পড়তে গিয়ে বারবার ভয়াবহ সেই উত্থাল দিনে চলে যাবেন। গা শিহরিয়ে উঠবে। কখনো-বা উৎকণ্ঠায় গলা ‍শুকিয়ে যাবে। মনে হবে আপনিই আন্দোলনের সম্মুখসাররিতে থেকে সব দেখছেন। এই বুঝি গুলি লাগল বা পাশে গ্রেনেড এসে পড়ল।

এসময় তিনি বইটি পড়তে আহ্বান জানিয়ে বলেন, ইতিহাস জানার জন্য সংরক্ষণের জন্য বই কিনুন। অন্যকে কেনার জন্য উৎসাহিত করুন।

এক নজরে বই:

বইয়ের নাম : জুলাই বিপ্লবের দিনলিপি
লেখক : মুনতাসির বিল্লাহ
প্রকাশক : কেন্দ্রবিন্দু
প্রকাশকাল : একুশে বইমেলা-২৫
পৃষ্টা সংখ্যা: ১৭৬
গায়ের মূল্য: ৪০০/=

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ