শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত)  ও  ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তান ও ভারতের বিশিষ্ট দুই আলেম। তাঁরা হলেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ) মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত) ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) মাওলানা আবদুল্লাহ মারুফির আগমনের বিষয়টি হজরতের বাংলাদেশি শাগরেদ মুফতি আবুল ফাতাহ কাসেমী ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গলের আগমনের বিষয়টি সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মুফতি আবুল ফাতাহ জানান, আগামী ১৭ তারিখ থেকে ২৪ তারিখে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ), আমাদের উস্তাদ মুহতারাম, মুহাক্কিক আলেম, হাদীস শাস্ত্রের উজ্জ্বল দিকপাল, বহুগ্রন্থ ও গবেষণা রচয়িতা, হযরত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবির সাহেবজাদা মাওলানা পীর তালহা কান্ধলবি রহ. এর খলিফা মাওলানা আবদুল্লাহ মারুফি হাফি.।

তিনি আরও জানান, এ সময় তিনি ঢাকা, সিলেট, বি-বাড়িয়া ও খুলনার কয়েকটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ইলমি মুহাদারা, খতমে বুখারী ও ইসলামী মহাসম্মেলনে যোগদান করবেন।

মুফতি তালহা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন বর্তমান বিশ্বে একজন ইসলামি ব্যক্তিত্ব, বুখারী শরীফের হাফেজ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। সব ঠিক থাকলে বুধবার (১৫ জানুয়ারি) আসার সম্ভাবনা রয়েছে হজরতের।

তিনি বলেন, সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী)।

হাআমা/ 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ