শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

চলতি মাসেই বাংলাদেশে আসছেন ভারত-পাকিস্তানের বিশিষ্ট দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত)  ও  ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

চলতি জানুয়ারি মাসে বাংলাদেশে আসছেন পাকিস্তান ও ভারতের বিশিষ্ট দুই আলেম। তাঁরা হলেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ) মাওলানা আবদুল্লাহ মারুফি (ভারত) ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। 

আজ সোমবার (১৩ জানুয়ারি) মাওলানা আবদুল্লাহ মারুফির আগমনের বিষয়টি হজরতের বাংলাদেশি শাগরেদ মুফতি আবুল ফাতাহ কাসেমী ও ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গলের আগমনের বিষয়টি সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম রহ. এর ছেলে মুফতি তালহা ইসলাম সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মুফতি আবুল ফাতাহ জানান, আগামী ১৭ তারিখ থেকে ২৪ তারিখে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক (মুশরিফ), আমাদের উস্তাদ মুহতারাম, মুহাক্কিক আলেম, হাদীস শাস্ত্রের উজ্জ্বল দিকপাল, বহুগ্রন্থ ও গবেষণা রচয়িতা, হযরত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবির সাহেবজাদা মাওলানা পীর তালহা কান্ধলবি রহ. এর খলিফা মাওলানা আবদুল্লাহ মারুফি হাফি.।

তিনি আরও জানান, এ সময় তিনি ঢাকা, সিলেট, বি-বাড়িয়া ও খুলনার কয়েকটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় ইলমি মুহাদারা, খতমে বুখারী ও ইসলামী মহাসম্মেলনে যোগদান করবেন।

মুফতি তালহা ইসলাম জানান, আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করেছেন বর্তমান বিশ্বে একজন ইসলামি ব্যক্তিত্ব, বুখারী শরীফের হাফেজ ড. আল্লামা মনজুর আহমদ মেঙ্গল (পাকিস্তান)। সব ঠিক থাকলে বুধবার (১৫ জানুয়ারি) আসার সম্ভাবনা রয়েছে হজরতের।

তিনি বলেন, সফর সংক্রান্ত কোনো দরকারে বা হযরতের প্রোগ্রাম নেয়ার বিষয়ে যোগাযোগ করতে  01984555111 (মুফতি তালহা ইসলাম),  01819279086 (মাওলানা শামসুল আরেফিন সাদী)।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ