শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ

‘হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, টঙ্গী হত্যান্ডের ঘটনার পরে সাদপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছে। হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই। এসময় তিনি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান।  

আজ শনিবার (৪ জানুয়ারি) কাকরাইলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর, কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশেরর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ শীর্ষ আলেমগণ। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মাওলানা নাজমুল হাসান কাসেমী।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকান্ডে জড়িত প্রথম সারির আসামিরা এখনো গ্রেফতার হয়নি। ২০১৮ সালে ইজতেমার মাঠে হামলার ঘটনার বিচার করেলে ২০২৪ সালে হত্যার ঘটনা ঘটতো না। এবারও যদি বিচার করা না হয়, তাহলে সামনে আরো বেপরোয়া হয়ে যেতে পারে সাদপন্থীরা।

এসব ঘটনায় দেশবিরোধী অপশক্তির হাত রয়েছে বলে মনে করে হেফাজতে ইসলাম। এসময় তারা এ ঘটনার দ্রুত বিচারসহ চার দফা দাবি জানান। দাবি আদায়ে ১০ জানুয়ারি (শুক্রবার) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা।

এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ