শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


উলামায়ে কেরামের মিলনমেলা হতে যাচ্ছে জামিয়া ইবরাহীম সাইনবোর্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার খ্যাতনামা বিদ্যাপিঠ সাইনবোর্ড জামিয়া ইবরাহীমে আগামীকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল থেকে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে আগমন করবেন হযরত শায়খুল হাদীস যাকারিয়া রাহ. এর সুযোগ্য খলিফা এবং মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রাহ. এর জানেশীন শায়খুল মাশায়েখ হযরত‌ মাওলানা ইবরাহীম আফ্রিকী।

এছাড়াও উপস্থিত থাকবেন গুজরাটের প্রশিদ্ধ আলেম মুফতী রশিদ ফরিদি, মুরাদেবাদের মুফতি রিয়াসাত আলী দসহ আফ্রিকা, লন্ডন , ভারত এবং বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মুফতি শফিকুল ইসলাম দেশবাসীকে স্ব-বান্ধব অংশগ্রহণের আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ